প্রকাশিত বই সমূহ

হজরত ফজলুল করিম (মাঃ আঃ) রচিত বই সমূহ

হজরত ফজলুল করিম (মাঃআঃ) অনেকগুলো ইসলামী বই রচনা করেছে। যে বইগুলো পড়লে একজন ব্যক্তি ইসলামের সঠিক পথ পাবেন। 

s

তরীকার আমল

ss

মুর্শিদ জীবনী

sss

মিলাদ ও কোরান

ssss

মুর্শিদ ছাড়া মুক্তি নাই

sssss

ইসলাম ও বস্তুবাদ

ssssss
আহ্‌ছানিয়া মিশন দর্শন

হজরত ফজলুল করিম (মাঃ আঃ) এর বানী সমূহ

তরীকা বা বায়াত গ্রহনের উদ্দ্যেশ্য হল আল্লাহপ্রাপ্তি। মানব দেহে বহুরূপী আল্লাহর যে নূর লুকাইত আছে তা জাগ্রত করাই হলো তরীকার উদ্দ্যেশ্য। ডিমের মধ্যে মুরগীর বাচ্চা সুপ্ত অবস্থায় থাকে এবং তাপ প্রয়োগ করলে মৃত ডিম হতে একটি জ্যান্ত বাচ্চা বাহির হয়। তদ্রুপ প্রত্যেক মানুষের মধ্যে রূহ সুপ্ত অবস্থায় থাকে, কামেল পীরের ফায়েজের প্রভাবে উক্ত রূহ জাগ্রত হয়ে নবজীবন লাভ করে। তখন রূহানী চোখ দিয়ে অদৃশ্য জগতের অনেক নিদর্শন দৃষ্টি গোচর হয়। তখন বিনা তারে যোগাযোগ এবং দূর-দূরান্তের খবরাখবর জানা যায়।

আল্লাহ যখন কাউকে বাঁচাতে চান তখন বাঁচানোর পরিবেশ সৃষ্টি করেন। অপর দিকে যখন কাউকে মারতে চান তখন মারা যাওয়ার সকল ব্যাবস্থা করে দেন। যেমন ধরুন একজন লোকের হঠাৎ হার্ট হার্ট অ্যাটাক হল। ডাক্তারের বাড়িতে গিয়ে ডাক্তার পাওয়া গেল, ঔষধের দোকানে দিয়ে ঔষধ পাওয়া গেল। ঔষধ সেবনের পর রোগী সুস্থ হয়ে উঠল। এখানে আল্লাহর অদৃশ্য শক্তি কাজ করেছে। অন্য একজন লোক ঐ একই রোগে আক্রান্ত হল। ডাক্তারের বাড়ীতে গিয়ে ডাক্তার পাওয়া গেল না, ঔষধের দোকানে গিয়ে ঔষধ পাওয়া গেল না। রোগী মারা গেল। এই সকলই আল্লাহর কৌশল।

মানুষের ভিতরে ষড়রিপু নামক যে শয়তান আছে তাকে বাহ্যত দেখা যায় না। অথচ এই ষড়রিপুর প্ররোচনায় পূন্যের কাজও বরবাদ হয়ে যায়। সাধারন মানুষের পক্ষে এই শয়তানের চক্রান্ত বোঝা খুবই কঠিন।